ঢাকাবুধবার , ১৯ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে সোহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন ভার্সন
জুন ১৯, ২০১৯ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামে গত ২রা জুন ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এলাকার কয়েকজন যুবক হাতুরি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে হত্যা করে। নিহত সোহেল ঐ গ্রামের খালিল প্রামানিকের ছেলে। এঘটনায় নিহত সোহেলের পিতা খলিল প্রামানিক বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানা মামলা করে।

কিন্তু মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও আসামীদের আটক না হওয়ায় অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ বুধবার সকালে উপজেলার বনপাড়া পৌরগেটের সামনে ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে,এম জাকির হোসেন, উপজেলা ভাইচ-চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-হেলাল কাফি, মৃত সোহল রানার পরিবারের সদস্য সহ এলাকার বিভিন্ন স্তরের সর্বসাধারণ।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।