বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে হারোয়া গ্রামে মাদক সেবন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ সহ এস আই শাহিন হাতে নাতে মোঃ সবুজ প্রাং( ২০) নামে যুবককে ধরে ফেলে। পরবর্তীতে তাকে ধরে নিয়ে আসে বড়াইগ্রাম উপজেলা কার্যালয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ তাকে ৬ মাসের জেল দেন।সবুজ হারোয়া গ্রামে মোঃ শফিকুল প্রাং এর ছেলে, এলাকাবাসী নাম না প্রকাশ করায় জানান সবুজ অনেক দিন ধরে মাদক সেবন করে। এবং সে এলাকা নাসির নামে এক মাদক ব্যবসায়ীর সহযোগী।
এলাকা বাসী বলেন মাদক ব্যবসায়ী নাছিরকে ধরলে এই এলাকা মাদক কিছুটা মুক্ত হবে।একই গ্রামে আঃ রহিম আলী ,পিতা মোঃ আযাহার আলী।মোঃ জহিরুল প্রাং, পিতা মৃত ইয়াছিন প্রাং তারাও মাদক ব্যবসায়ী ।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।