নাটোর প্রতিনিধি: নাটোর বড়াইগ্রামে সঞ্জিত বিস্বাস বয়স (৫০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সঞ্জিত বিস্বাস নগর ইউনিয়ানের জালোড়া গ্রামের সত্যেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয় এলাকাবাসি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টার দিকে বাড়ির কাছে একটি বাঁশঝাড়ের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার জালোড়া গ্রামের একটি শ্মশান ঘাটের পাশে থেকে সঞ্জিত বিস্বাসের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ধরে তাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটতে পারে ।
খবর ২৪ঘণ্টা/ জেএন