নাটোর প্রতিনিধি: “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে ফলজ মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড.সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ প্রমূখ ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলার বিভিন্ন প্রজাতির ফলের ১৮ স্টল রয়েছে। মেলা চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।
পরে আবার উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি ও ২ লক্ষ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।