নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জালোড়া গ্রামে শীব মন্দিরের পাশে নাট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দল কুদ্দুস উদ্বোধন করেন।
পরে আলোচনা সভায় জালোড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্চন সাহা, সাধারন সম্পাদক বাবু নগেন্দ্র নাথ রায় ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক,স্থানীয় মন্দির কমিটির সাধারন সম্পাদক গোপাল চন্দ্র প্রামাণিক প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় হিন্দু স্প্রদায়ের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাট মন্দিরের উন্নতি কল্পে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ