নাটোর প্রতিনিধি: নাটোর-পাবনা মহাসড়কে সকাল সাড়ে ৯টার দিকে জায়েদা হাসপাতালে সামনে রংপুর থেকে পাবনাগামী চ্যালেঞ্জার বাসের ধাক্কায় শ্রী পদ (৪৮) নামের এক ভ্যানের যাত্রী গুরুত্বর আহত হয়। পরে তাকে নাটোর অধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করে, আপর একজন আহত হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বড়াইগ্রাম উপজেলার কালীকাপুর এলাকার শ্রী সন্তার ছেলে শ্রী পদ (৪৮) ও ছাতিয়ানগাছা এলাকার ভ্যান চালক জয়নাল আবেদীন , মালিপাড়ার আওয়াল আলী (৩৫) পিতা ওহাব মজুমদার, একজন মহিলা ।
বনপাড়া হাইওয়ে থানা (ওসি ) আলিম সিকদার জানান ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জায়েদা হাসপাতালে সামনে রংপুর থেকে পাবনাগামী চ্যালেঞ্জার বাসের ধাক্কায় শ্রী পদ (৪৮) নামের এক ভ্যানের যাত্রী শ্রী পদ গুরুত্বর আহত হয়। নাটোর অধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করে। বাকি মহিলা সহ ৩জন কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চ্যালেঞ্জার বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
খবর২৪ঘণ্টা, জেএন