নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে আলু ভর্তি ট্রাক চুরির দেড় ঘন্টা পর সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার থানার মোড় এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ থানা পুলিশ হাটিকুমরুল-রংপুর সড়কের পিংকী পেট্রোলপাম্প এলাকা থেকে উদ্ধার করে।
ট্রাকটির চালক রাজু আহমেদ ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, রাজশাহীর তানোর থেকে ঢাকাগামী আলুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৮০০২) রাত ১১ টার দিকে থানার মোড় এলাকার চাপাই হোটেলের সামনে এসে থামে। এ সময় ট্রাকটির চালক ও হেলপার রাতের খাবার খেতে হোটেলে ঢুকলে এ সুযোগে সংঘবদ্ধ চোর ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানতে পেরে এ বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার মুঠো ফোনে জানান, ট্রাকটি হাটিকুমরুল মোড় হয়ে রংপুর অভিমুখে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে। পরে পেট্রোলপাম্প এলাকায় ট্রাকটি ফেলে চোরেরা পালিয়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ