নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা ৫নং বড়-হরিশপুর ইউনিয়নের অন্তর্গত রবিরহাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী গঙ্গাচরণ সরকার পিতা মৃত ভীম চরণ সরকার গত ২৬.০১.১৮ ইং তারিখ সন্ধা ৬.০৫ ঘটিকায় নাটোর সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করিয়াছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এ সময় তিনি এক স্ত্রী ,এ পুত্র ছেলে ও দুই মেয়ে রেখে যান। উক্ত মৃত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সালাম শনিবার সকাল ১০.০০ঘটিকায় পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে শামীম হোসেন ভূইয়া সহকারী কমিশনার ভূমি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পক্ষে উপস্থিত ছিলেন এস. আই শহিদুল ইসলাম। অন্যন্যের মধ্যে ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন যুদ্ধহত মুক্তিযোদ্ধা সভাপতি সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা”৭১ শেখ মোঃ আবুল হোসেন । সেক্টর কমান্ডারস ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ও যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মোঃ জনাব আলী জুরান, নায়েক মোঃ হাবিবুর রহমান , সাবেক ইউনিয়ন কমান্ডার আনোয়ার হোসেন, সহ-সাবেক কমান্ডার হুসেন আলী। আরো উপস্থিত ছিলেন অন্যান্যো মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় এলাকাবাসি। উপন্থিত মুক্তিযোদ্ধাগণ তাহার বিদায়ী আত্নার শান্তি কামনা করেন এবং তাহার পরিবারকে ধৈর্য ধারনের জন্য সান্তনা দেন। রাষ্টীয় সালাম শেষে উক্ত বীর মুক্তিযোদ্ধাকে শনিবার দুপুর ১.০০ ঘটিকায় কাশিমপুর কেন্দ্রীয় শ্বশানে নেওয়া হয় এবং অন্তেষ্ট্রীক্রিয়া সম্পন্ন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ