ওই ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম পিপিএম জানান, শনিবার টিফিন পিরিয়ডে ওই ছাত্রীকে তার ক্লাস রুমে একাকী পেয়ে স্কুলের ইংরেজী বিভাগের শিক্ষক কালাম রুমের দরজা বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহনি চেষ্টা করে। সে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। এসময় ছাত্রীর চিৎকারে শিক্ষার্থীসহ অন্য শিক্ষকরা ছুটে
এস তাকে তাকে উদ্ধার করে। পরে ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে সন্ধ্যার পর স্কুল সংলগ্ন গফুরাবাদ বাজার থেকে শিক্ষক কালামকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পরও বিদ্যালয়ের শিক্ষকরা অভিযুক্ত কালামকে নিজেদের জিম্মায় রেখে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে থানায় অভিযোগ করা মাএ পুলিশ ওই লম্পট শিক্ষককে গ্রেফতার করে।