নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ওই রাতে জামনগরের কালিকাপুর বাজার এলাকা থেকে নাটোরের দিঘাপতিয়া ছোট হরিশপুরের আঃ সাত্তারের ছেলে আতিক হাসান মুন (২৪), দিঘাপতিয়া ফুলতলা মোড়ের পরিতোষের ছেলে শ্রী সুমন (২৪), দিঘাপতিয়ার কলেজ মোড়ের মুনছুর মন্ডলের ছেলে চাঁদ মন্ডল (২৫), একই এলাকার ঘোষপাড়ার মৃত ইউনুস সরকারের ছেলে মাসুদ সরকার (৩০)কে গাঁজাসহ আটক করে পুলিশ। এছাড়াও একই রাতে যোগীপাড়া থেকে সোনাপাতিল মহল্লার মৃত আঃ হামিদের ছেলে শহিদুল ইসলাম তুফান (৪০) এবং দয়ারামপুরের মিশ্রিপাড়া এলাকা থেকে দুইটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী একই গ্রামের তাছের আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬ )কে ২৬ পুরিয়া হেরোইনসহ আটক করে থানা পুলিশ।
বাগাতিপাড়া থানাা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ