রাজশাহী (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে কাছিকাটা থেকে ৫১ বোতল ফেন্সিডিল সহ ১ যুবককে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।কাছিকাটা টোলের আগে বনপাড়া হাইওয়ে পুলিশের চেক পোষ্টে সাব ইন্সেসপেক্টর শরিফুল ইসলামের নেতৃত্বে এস আই মাহমুদ সহ পুলিশ কন্সপেক্টরা অভিযান চালায়।
ইন্সেসপেক্টর শরিফুল জানান ঢাকা-কুষ্টিয়া হানিফ পরিবহন কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ গাড়ী তল্লাসি চালানো হয়।তল্লাসির সকাল ৯:২০ মিনিটের সময় ৫১ বোতল ফেন্সিডিল সহ ১ যুবককে আটক করা।আটককৃত যুবক ময়মনসিংহ জেলার মশখালী এলাকার আবু তালেবের ছেলে ইয়াছিন( ২২) পরে তাকে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।