নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
বেসরকারীভাবে মোট ৫৩টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে আসাদ পেয়েছেন ২২ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র ও দলের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১১হজার ৮৯৬ ভোট।
এছাড়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৮ হাজার ৯৯৮ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকের প্রার্থী আবদুল আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের শিরিন আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৪৮ শতাংশ।
খবর২৪ঘণ্টা, জেএন