নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আয়শা বেওয়া নামের এক বৃদ্ধ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার হলুদঘর গ্রামের শয়নঘর থেকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আয়শা বেওয়া (৬০) ওই গ্রামের মৃত চাঁন মোহাম্মদ চান্দুর স্ত্রী। পুলিশের দাবী দারিত্রতার কষ্টে দুঃখে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, সোমবার সকালে উপজেলার হলুদঘর গ্রামের শয়নঘর থেকে আয়শা বেওয়ার গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এর আগেও কয়েকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে আছে। মানসিক সমস্যা ও দারিত্রতার দুঃখ কষ্টে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খবর২৪ঘণ্টা, জেএন