1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরের ছাতনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ জানয়ারী ২০২৫, ০:২৭ অপরাহ্ন

নাটোরের ছাতনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী। আরো বক্তব্য রাখেন, এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটর (ডিএফ) মোঃ আব্দুল্লাহ আহম্মদ ইমন বিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী পারভিন আক্তার, ছাতনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ দুলাল সরকার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মোল্লা, ইউপি সচিব মৃদুল কুমার তলাপাত্র প্রমুখ। এসময় সকল ইউপি সদস্য, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছাতনী ইউনিয়ন পরিষদের সচিব মৃদুল কুমার তলাপাত্র জানান, ২০১৮-১৯ অর্থ বছরের এ বাজেটে উন্নয়নসহ মোট আয় দেখানো হয়েছে ২ কোটি ১১ লাখ ৭৫০ টাকা। এর মধ্যে পরিষদের নিজস্ব আয় দেখানো হয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৬২৫ টাকা। অপরদিকে উন্নয়ন ব্যয়সহ মোট ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৬ হাজার ৯৫০ টাকা। বাজেটে আর্থ সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহায়তা ও মহিলা, যুব ও শিক্ষা উন্নয়ন ও প্রতিবন্ধী উন্নয়ন খাতে বেশী গুরুত্ব দেয়া হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST