নাটোর প্রতিনিধি: নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থি দলের ২৩জন সদস্যকে ভালো পথে জীবন পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে প্রত্যেকে এই অনুদানের ৫০হাজার টাকা তুলে দেওয়া হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে এক অলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । এসময় উপস্থিত ছিলেন নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, এনএস আই রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক জহির উদ্দিন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসনে প্রমুখ।
এসময় বক্তরা আত্মসমর্পণকারী প্রত্যককে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়ে ধৈর্য্য ও সহিষ্ণুতার সাথে দেশ গঠন মূলক কাজে মনোযোগী হওয়ার আহবান জানান।
চরমপন্থি দলের সদস্যরা হলেন, নাটোর নলডাঙ্গা উপজেলার ২০জন , সিংড়া উপজেলার ৩ জন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।