নটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে রাত সাড়ে চারটার দিকে বয়স অনুমানিক ৪০ বছর।
বনপাড়া হাইওয়ে থানার এস আই তরিকুল ইসলাম জানান ,রাতে গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশটির মাথার উপর দিয়ে গাড়ির চাকা গেছে বলে ধারনা করা হচ্ছে।
পরে বনপাড়া হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানাতে রাখে ।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মার্গে পাঠানো হবে। লাশের যদি পরিচয় না পাওয়া যায় তাহলে আনজুমান মফি-দুলে লাশটি হস্তান্তর করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।