নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়ন এলাকাসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাকান্ডের সাথে জড়িত ডজনখানেক মামলার পলাতক আসামী মেহেদী হাসান ওরফে মিঠু কানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
থানা সুত্রে জানা যায়, এক বিশেষ অভিযানের মাধ্যমে গুরুদাসপুর থানা পুলিশ আনন্দনগর গ্রাম থেকে রোববার বেলা সাড়ে ১০টার দিকে ৬৫ পুড়িয়া হিরোইন, ৯৮ পিচ ইয়াবাসহ মোটরসাইকেল চালানো অবস্থায় মিঠু কানাকে গ্রেফতার করে। মিঠু কানা খুবজীপুর উত্তরপাড়ার সাইদুর রহমানের ছেলে।
এদিকে মিঠু কানার সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে খুবজীপুর এলাকাবাসী এক মাস আগে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের মাধ্যমে থানায় একটি আবেদন করেন। এতেও কোন কাজ হয়নি। অবশেষে এক মাস পর রোববার তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. সেলিম রেজা বলেন, মিঠু কানার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় ৮টি মামলা রয়েছে। এছাড়া অন্যান্য থানা মিলে ডজনখানেক মামলার আসামী সে। মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।