নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধে রজিব আলী (১৬) ও আব্দুর রহিম (১৪) নামে দুই ভাইকে হাতুর দিয়ে পিটিয়ে জখম করেছে। রবিবার বিকেল ৩টার দিকে দিয়ারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগি পরিবার।
পরিবার ও অভিযোগ সুত্রে জানাযায়,রবিবার দুপুরে রাজিব ও রহিম দুই ভাই নিজের জমির পাট ধৌত করতে গেলে পূর্বের পারিবারিক বিরোধে তাদের দুই ভাইকে হাতুির ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাটি ঘটেছে একই এলাকার খোরশেদ আলীর ছেলে তয়জাল হোসেন, কুদ্দুস আলী, রওশন মিয়া, চান আলী, সকলের পিতা হাছেন মন্ডল, জসিম,
বজলাল, এনামুল, রতন। তারা সবাই দলবদ্ধ হয়ে তাদের দুই ভাইকে পিটিয়ে জখম করে। দুই ভাইয়ের চিৎকারে রাজিবের মা রোজিনা বেগম ও তার খালা রত্না খাতুন এগিয়ে গেলে তাদের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে। পরে এলাকাবাসি এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কুদ্দুস বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের আঘাত করা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।