খবর২৪ঘণ্টা ডেস্ক: নাটকীয় ম্যাচে ড্র করেও রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করে স্পেন। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র করে স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে এং আজ মরক্কোর বিপক্ষে। দুই ম্যাচে ড্র করলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় নক আউট পর্বে যায় স্পেন।
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে ইস্কোর গোলে সমতা আনে স্পেন। ইস্কোর এ গোল নিয়ে অনেক নাটকও হয়। মাঠের রেফারি অফসাইড দিলেও বাধ সাধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।
ম্যাচের ৮০ মিনিটের মাথায় স্পেনের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ায় রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া মরক্কো। এর আগে কালিনিনগ্রাদে ম্যাচের ১৪ মিনিটের মাথায় খালিদ বোউতায়িবের গোলে এগিয়ে যায় মরক্কো। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে।
১৯ মিনিটের মাথায় ইনিয়িস্তার সহায়তায় গোল দিয়ে দলকে সমতায় ফেরান ইস্কো। প্রথমার্ধ শেষে দুদল ১-১ গোলের সমতা রেখে বিরতিতে যায়।
তিন ম্যাচে ইরানের পয়েন্ট ৪। এদিকে স্পেন-পর্তুগালের দুদলেরই পয়েন্ট ৫ করে। এর আগেই গ্রুপ ‘বি’ থেকে ছিটকে যায় মরক্কো।
খবর২৪ঘণ্টা.কম/নজ