চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে ২৬ হাজার ৬৪০ পিস ভারতীয় বিড়িসহ আব্দুর রহিম (৩৬) নামের একব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি নাচোল থানার টাকাহারা গ্রামের কাবেদ আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন
টাকাহারা গ্রামে আমদানী নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে। বিষয়টি জানতে পেরে ২৫ জুলাই র্যাবের একটি দল ঘটনাস্থলেল পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় ২৬ হাজার ৬৪০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর