ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে তথ্য অধিকার দিবসে ডাসকো’র রোড শো

প্রেস বিজ্ঞপ্তি
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশন তথ্য অধিকার দিবস ২০২২ উদযাপন করেছে।

এই উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলা পরিষদ থেকে একটি রোড শো’র আয়োজন করা হয়েছে। উক্ত রোড শো’তে পায়রা উড়িয়ে শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান।

ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের এই রোড শো’টি নাচোল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে দিন ব্যাপী চারটি ইউনিয়ন প্রদক্ষিণ করেছে। রোড শো’র অংশ হিসেবে বিভিন্ন মোড়ে গণ জমায়েত, লিফলেট, পোস্টার এবং ব্রæসিয়ার বিতরণ করা হয়েছে।

এছাড়া তথ্য অধিকার বিষয়ে ‘ সরকারি ও বেসরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার জরুরি, আপনি কি একমত?’ এই বিষয়ে সিগনেচার ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়েছে। রোড শো’ টি শারীরিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে।

রোড শো’র উদ্দেশ্য হচ্ছে তথ্য অধিকার বিষয়ে সকলকে সচেতন করা এবং এর ব্যবহার বাড়ানো।

উক্ত রোড শো’তে গ্রাম, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের সিএসও সদস্য, সাংবাদিক, ছাত্র অংশগ্রহণ করেন।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।