নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাভী ও বাচুরসহ একই বাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে নাচোল উপজেলার নেজামপুর উত্তরপাড়া গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে এ ৩ টি গরু চুরি হয়।
গরুর মালিক শরিফুল ইসলাম জানান, গত রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত তারা জেগে ছিলেন। তারা শুয়ে পড়লে রাত ২টা থেকে ৪টার মধ্যে কোন এক সময় চোরেরা তার বাড়ির গোয়াল ঘরের ভেতর থেকে লাগিয়ে রাখা দরজার উপরে ফাঁকা থাকা অংশ দিয়ে প্রবেশ করে দুটি বড় বড় গাভী ও একটি বাচুর চুরি করে নিয়ে যায়। ভোর ৫টার দিকে গরু
বের করার জন্য তারা উঠে দেখতে পান যে গরুগুলো নেই। তারপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও আর পাওয়া যায়নি। এরপর সোমবার সকালে নাচোল থানায় গিয়ে শরিফুল ইসলামের ভাই সাদিকুল একটি অভিযোগ করেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকার উপরে বলে মালিক জানিয়েছেন।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, আমি বাইরে আছি। থানায় অভিযোগ হয়ে থাকলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে