1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
না’গঞ্জে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

না’গঞ্জে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
সংগৃহিত

খবর২৪ঘন্টা ডেস্ক: নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও লকডাউন বাস্তবায়নের পর এবার অভুক্তদের বাড়িতে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে সেনাবাহিনী। রোববার (১৯ এপ্রিল) সদর উপজেলার ফতুল্লা লামাপাড়া এলাকায় এই সেবা কার্যক্রম শুরু করেন।

সেনা কর্মকর্তারা জানান, গত ২৪ মার্চ থেকেই নারায়ণগঞ্জে সঙ্গরোধে কাজ করছে সেনাবাহিনী। টহল কার্যক্রমসহ বিভিন্ন পাড়া মহল্লায় মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণও করছেন। তবে লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের খাদ্য সংকটের বিষয়টি উপলব্ধি করে হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এম.এল.আর.এস এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আহসানউজ্জামান জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত যে সকল এলাকায় ত্রাণ বা খাদ্য সহযোগিতা পৌঁছায়নি সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে রোববার থেকে কুতুবপুর এলাকার একেবারেই নিম্নশ্রেণির মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী নিজেরাই পৌঁছে দিবেন। এতে করে একেকটি পরিবারের অন্তত পনের থেকে বিশ দিনের খাবারের চাহিদা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাগুলোতেও খাদ্য সহায়তা প্রদান করবে সেনাবাহিনী।

এ উদ্যোগ বাস্তবায়নে ফতুল্লার লামাপাড়া এলাকার বেশ কিছু বাড়িতে ১০ কেজি চাল, ৫ কেজি ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। একইসঙ্গে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যার যার ঘরে থাকতে অনুরোধও করেন সেনা কর্মকর্তারা।

তিনি আরও বলেন, মানুষকে ঘরে রাখার জন্য তাদের খাদ্যের নিশ্চয়তা জরুরি। তাদের খাদ্য সংকট দূর করতেই সেনাবাহিনীর এই প্রচেষ্টা। এতে করে সাধারণ মানুষ আস্থা অর্জনের পাশাপাশি সেনাবাহিনীর সাথে আন্তরিক সম্পর্ক তৈরি হবে।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST