খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: কখনও রাধিকা আপতে, কখনও শ্রী রেড্ডি আবার কখনও রিচা চাড্ডা, বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন একের পর এক অভিনেত্রী। শ্রী রেড্ডি, রাধিকাদের জ্বালানো সেই আগুনে ঘৃতাহুতি পড়ে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান-এর মন্তব্যে। সাংবাদিকের সম্মেলনে ‘কাস্টিং কাউচ’-এর পক্ষে সওয়াল করে বসেন বর্ষীয়ান ওই কোরিওগ্রাফার। তিনি বলেন, ‘বলিউডে ধর্ষণ করে কেউ কাউকে ছড়ে দেয় না। তাঁর খাবারের ব্যবস্থাও করে দেয়।’ সরোজ খানের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয় জোর জল্পনা।
সরোজ খানের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মাহি গিল। তিনি বলেন, তিনি যখন সবে সবে কেরিয়ার শুরু করেন, তখন একাধিক কুত্সিত ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। অডিশন দিতে গেলে, কোনও পরিচালক তাঁকে ‘নাইটি’ পরে দেখতে চান। আবার কেউ বলেন, সালওয়ার কামিজ পরে অডিশন দিতে গেলে, কেউ তাঁকে সিনেমায় সুযোগ করে দিতে করতে চাইবেন না। এমনকী, সালওয়ার কামিজ পরে হাজির হলে, অভিনয় করতে পারবেন না বলেও মাহির মুখের উপর কেউ কেউ মন্তব্য করে বসেন বলেও দাবি করেন ‘সাহেব বিবি আউর গ্যাংস্টার’ অভিনেত্রী।
খবর২৪ঘণ্টা.কম/নজ