খবর২৪ঘণ্টা ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সমবেত জনতার ওপর চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ৬৫ জন মানুষ নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে বোকো হারাম ওই হামলা চালিয়েছে।
নাইজেরিয়ার গানজাই জেলায় একজনকে সমাধিস্থ করার সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সরকারের চেয়ারম্যান মোহাম্মদ বুলামা এ তথ্য জানিয়েছেন।
বুলামা আরও বলেন, প্রাথমিকভাবে চালানো হামলায় ২১ জন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে আরও ৪৪ জনকে হত্যা করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন