খবর২৪ঘণ্টা, ডেস্ক: নাইজেরিয়ায় কৃষক ও মেষপালকদের সংঘর্ষে এ পর্যন্ত ৮৬ জন নিহত হয়েছেন বলে দেশটির প্লাতেউ প্রদেশ পুলিশ জানিয়েছে। নাইজেরিয়ার এ প্রদেশের তিনটি অংশে কারফিউ জারি করেছে দেশটির সরকার।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার বিরম কৃষক জাতিগোষ্ঠী ও ফুলানি মেষপালক জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বিরম কৃষক জাতিগোষ্ঠীর হামলায় উভয় জাতির পাঁচজন নিহতও হন। এরপর শনিবার সংঘটিত জাতিগত প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ে।
রাজ্য পুলিশ কমিশনার আনদি আদি সংবাদমাধ্যমকে জানান, ৮৬ জন নিহতের ঘটনায় গ্রামগুলোতে অভিযান চলছে। তিনি আরও জানান, সংঘর্ষে ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১৫টি মোটরসাইকেল ও দু’টি যানবাহনও পুড়ে গেছে।
এদিকে প্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রদেশের রিয়ম, বারিকিন লাদি ও জস সাউথ এলাকায় কারফিউ জারি করা হয়েছে।সূত্র: বিবিসি
খবর২৪ঘণ্টা,কম/জন