1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাইজারে বন্যায় ২২ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০:৩৮ অপরাহ্ন

নাইজারে বন্যায় ২২ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: নাইজারে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ২২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বুধবার রাতে সরকারি টেলিভিশনে নাইজারের মানবিক কার্যক্রম বিষয়ক মন্ত্রী লুয়ান মাগাদজি জানিয়েছেন, বন্যায় ৪৯ হাজার ৮৪৫ জন আক্রান্ত এবং ২২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া তিন হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস এবং প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

প্রাকৃতিক এই দুর্যোগে গবাদি পশু মারা গেছে এবং বিশুদ্ধ পানির সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

মন্ত্রী বলেন, চলতি মাসের গোড়ার দিকে শুরু হওয়া ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় দক্ষিণাঞ্চলের মারাদি ও দিফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী নিয়ামির প্রায় ২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এর আগে জুন মাসে জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান মার্ক লকোক সাহেল অঞ্চলে খাদ্য সংকটের ব্যাপারে সতর্ক করেছিলেন।

অঞ্চলটিতে ২০১২ সাল থেকে চরম পুষ্টিহীনতা বিরাজ করছে। বুরকিনা ফাসো, শাদ, মালি, মৌরিতানিয়া, নাইজার ও সেনেগালে প্রায় ৬০ লাখ লোক চরম খাদ্য সংকটে রয়েছে। এই অঞ্চলে ১৬ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST