বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ৫ম দিন চলছে। লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। উপজেলার প্রত্যেকটি প্রবেশদ্বারে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও উপজেলা প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বন্ধ ছিল গার্মেন্টস ,ইলেকট্রনিক্সসহ সৌখিন ও বিলাসি পণ্যের দোকান। খোলা ছিল স্বাস্থ্যসেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। জনসাধারণের ও যানবাহনের উপস্থিতি ছিল খুবই সীমিত। রাস্তায় বেরুলেই করতে হয়েছে জবাবদিহীতা। যথার্থ
কারণ দেখাতে না পারলে দিতে হয়েছে জরিমানা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান করোনা সংক্রমন ঠেকাতে ও লোকডাউন কর্যকরে প্রশাসন বধ্য পরিকর। অপ্রয়োজনে বাহিরে বের হওয়া ও নির্দেশনার বাইরে দোকান খোলা নিরুৎসাহিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত পৃথক পৃথক মামলায় মোট ৪১০০ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। সেই সাথে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী বুধবার (১৪জুলাই) পর্যন্ত লোকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
এস/আর