1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নলডাঙ্গায় ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রম শুরু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমান পিকআপ ভ্যানে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এই কার্যক্রমের আয়োজন করেন। নলডাঙ্গা উপজেলা

প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে ভ্রাম্যমান পিকআপ ভ্যানে ১২০ লিটার দুধ, ৩০০ পিস ডিম ও ১৫০ কেজি মুরগীর মাংস বিক্রয় করা হবে। এতে অন্তত ৫০ জন খামারী সুফল ভোগ করবেন। ক্রেতা স্বার্থ বিবেচনা করে বাজারমূল্য অপেক্ষা অল্প দামে এসব পণ্য বিক্রয় করা হবে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর এই কার্যক্রম পরিচালনা করছে এবং সহযোগি হিসেবে কাজ করছে বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন। তিনি বলেন,এই কার্যক্রমে ক্রেতারা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার মূল্য অপেক্ষা কম দামে তাদের কাংখিত পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি, জেলার খামারীবৃন্দ করোনা সংক্রমণ পরিস্থিতিতে খুব সহজেই তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সক্ষম হবেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বও কমবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST