নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামে বাড়ির পার্শ্বে বারনই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রিমি খাতুন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি খাতুন মানিকগঞ্জ জেলার সদরের বাসিন্দা রমজান আলীর মেয়ে। সে হলুদঘর গ্রামে তার খালু আবুল হোসেনের বাড়িতে থাকতো।
নলডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন প্রামানিক এতথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরে দিকে হলুদঘর মোল্লাপাড়া এলাকার ছোট-বড় মিলে কয়েকজন শিশু বারনই নদীতে গোসল করতে নামে। এসময় ওই শিশুটিও তাদের সাথে পানিতে নেমে পড়ে। কিন্তু তাদের অগোচরে শিশুটি পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। পরে টের পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ