খবর২৪ঘণ্টা ডেস্ক: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাবিনুননেসা (৩৮) নামে এক নারী নিহত ও আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার কামারটেক বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তাসলিমা (২২) ও হাসেন উদ্দিনের (৩২) নাম জানা গেছে। তারা জানান, মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছার পর সামনে থেকে তিতাস পরিবহনের একটি বাস তাদের গাড়ির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থালেই একজনের মৃত্যু হয়।
হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের অন্য যাত্রীরা কম-বেশি আহত হলেও চালকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা
সাতক্ষীরায় জ্বালানী তেলবাহী ট্রাকের চাপায় মোশরাফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় পাটকেলঘাটা মজুমদারের জ্বালানী তেলবাহী ঘাতক ট্রাকসহ তার ড্রইভার ইসরাফিল হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত মোটরসাইকেল চালক সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও একটি কোম্পানীর জ্যেষ্ঠ রিপ্রেজেনটেটিভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন সকাল ১০টার দিকে একটি কাজে মোটরসাইকেলযোগে সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় জজ কোর্ট এলাকায় পৌঁছাতেই মজুমদার ফিলিং স্টেশনের একটি জ্বালানী তেলবাহী ট্রাক তার মোটরসাইকেলের পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক ট্রাকসহ তার ড্রইভার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের নিবার আলী সরদারের ছেলে ইসরাফিল হোসেনকে শহরের চৌরঙ্গী মোড় থেকে আটক করা হয়। আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন