ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নমুনা সংগ্রহের হিসাবে ৬৩ গড়মিল: ফখরুল

khobor
মার্চ ৩১, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে সাধারণ মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের সমালোচনা নয়, ভুলগুলো ধরিয়ে দেয়া হচ্ছে বলে দাবি তার।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিজ বাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন ফখরুল।

মহাসচিব বলেন, এখনই যদি আমরা বলতে শুরু করি অবস্থা খুবই ভালো তাহলে পরিস্থিতি খুবই খারাপ হবে। সোমবার করোনার নমুনা সংগ্রহের যে হিসাব দিয়েছেন সেটির সঙ্গে অন্যদিনের দেয়া হিসাবের ৬৩টি গড়মিল রয়েছে।

তিনি বলেন, আমরা শুধু সমালোচনার জন্য কথা বলছি না। আমরা সাহায্য করতে চাই; তাই ত্রুটিটা দেখিয়ে দিয়েছি। আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।