1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘নমস্তে লন্ডন’এর সিক্যুয়ালে বাদ অক্ষয়-ক্যাটরিনা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

‘নমস্তে লন্ডন’এর সিক্যুয়ালে বাদ অক্ষয়-ক্যাটরিনা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্ুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ২০০৭-এর হিট সিনেমা ‘নমস্তে লন্ডন’এর সিক্যুয়েলে নেই অক্ষয়-ক্যাটরিনা জুটি৷ বদলে বিপুল সাহের অন্যতম এই হিট সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়াকে৷

তবে শুধু মুখ্যচরিতত্র নয় বদলেছে ছবির লোকেশনও৷ এবারের ডেস্টিনেশন ইংল্যান্ড৷ ফলে সিক্যুয়েলের নাম বদলে হল ‘নমস্তে ইংল্যান্ড’৷

ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে শুরু হবে শ্যুটিংয়ের কাজ৷ পাঞ্জাবের লুধিয়ানা, পাটিয়ালা সহ ঢাকা, প্যারিস, ব্রুসেলসের মতো শহরগুলির ৭৫ টি লোকেশনে শ্যুট হবে এই সিনেমার৷ কিন্তু সিক্যুয়েলে লন্ডনের ছোঁয়া থাকবে না তা একদমই চায়নি প্রযোজক, পরিচালক বিপুল শাহ৷ তাই শ্যুটিং ডায়েরিতে থাকছে লন্ডনের নামও৷

ছবিটি নিয়ে অর্জুন কাপুর একটি সাক্ষাৎকারে জানান, “একজন পাঞ্জাবী হিসাবে আমি সবসময়ই পাঞ্জাবকে আলাদাভাবে ডিসকভার করতে চাই৷পাঞ্জাবী মানুষ, খাওয়া দাওয়া, সংস্কৃতি নিয়ে সিনেমা করতে চাই৷ আমি আর ওয়েট করতে পারছি না পাঞ্জাবের শ্যুট নিয়ে৷ এটা আমার জীবনের সবথেকে স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে৷”

অপরদিকে বিপুল শাহ অর্জুন-পরিনীতি সম্পর্কে জানান, “চরিত্র হিসাবে দুজনেই পাঞ্জাবী এবং এই প্রথম খাঁটি প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন৷ তাছাড়া ক্যামেরাই বাইরেও রয়েছে দুজনেই মধ্যে ভালো৷ তাই অনস্ক্রিন দুজনের কেমিস্ট্রি জমে উঠবে৷”

যদিও ২০১৮তে শুধু এই ছবিতেই নয় অর্জুন-পরিনীতি জুটিকে দেখা যাবে দিবাকর ব্যানার্জীর আগামী ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ও৷ সম্প্রতি শেষ হয়েছে সে সিনেমার শ্যুটিংয়ের কাজ৷ সেটা শেষ হতেই অভিনেতা অভিনেত্রী নেমে পড়লেন বিপুলের ছবির শ্যুটিংয়ে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST