খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক :
বাগদান তো হয়েছে, কিন্তু বিয়ে কবে? প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে নিয়ে সবার মুখে এখন এই প্রশ্নটিই ঘুরছে। সম্পর্ক ও বাগদান নিয়ে প্রকাশ্যে কথা বললেও এখনো বিয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই জানাননি প্রিয়াঙ্কা-নিক। সম্প্রতি এই তারকা যুগল বন্ধুর স্বামীর জন্মদিনে ভারতের যোধপুর গিয়েছিলেন। যা প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
আর সে সূত্র ধরেই ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে শুধু জন্মদিনের জন্য নয়, নিজেদের বিয়ের স্থান ঠিক করতে যোধপুর গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। সেখানে মেহরাঙ্গারহ ফোর্ট পরিদর্শন করেছেন ও বিলাসবহুল হোটলে সময় কাটিয়েছেন তারা।
একটি সূত্র বলেছেন, নভেম্বরে প্রিয়াঙ্কা-নিক যোধপুরে বিয়ে করবেন। ভারতীয় ও পশ্চিমা স্টাইলে তারা বিয়ের আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রিয়াঙ্কা ও নিক গত ১৮ আগস্ট মুম্বাইতে রোকা অনুষ্ঠানের পর তাদের বাগদানের কথা সবাইকে জানান।
খবর২৪ঘণ্টা / সিহাব