খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
রোববার (১৭ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তরা নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা। তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।
ডা. অনুপ জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।