1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নবনিযুক্ত ইউএনও'র "উন্নয়ন ভাবনায় পুঠিয়া" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

নবনিযুক্ত ইউএনও’র “উন্নয়ন ভাবনায় পুঠিয়া” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সাথে “উন্নয়ন ভাবনায় পুঠিয়া’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা নতুন ইউএনওকে অভিনন্দন জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন।

সব সমস্যার প্রতি ইউএনও গভীর মনোযোগ দেন এবং তা নোট করেন। সভায় বক্তব্য রাখার সময় ইউএনও লিয়াকত সালমান আশ্বাস দেন যে, তিনি সকলের সাথে মিলিতভাবে কাজ করে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করবেন। এছাড়া তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, বিশেষ করে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত সভায় নতুন ইউএনওর সক্রিয়তা ও উদ্যোগের মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং সাধারণ জনগণের সংযোগ আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে পরিগণিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক দলের সভাপতি রুকনুজ্জামান আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আল মামুন খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী দলের আমীর ইউসুফ আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান, প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগন সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team