শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ছোনকা বাজার বাসষ্ট্যান্ড এলাকায় নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংক্রান্ত সমন্বয় কমিটির উদ্যোগে ২৩ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই কমিটির ছোনকা অঞ্চলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার জুয়েলের সভাপতিতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আয়োজিত মানববন্ধনে ছোনকা অঞ্চলের নদী ভাঙ্গন কবলিত এলাকার বসবাসকারী এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য সচিব টি এম আব্দুস ছালামের সঞ্চালনায় মানববন্ধনে নদী গর্ভে বিলিন হওয়া বাব দাদার পৈত্রিক সম্পত্তি রক্ষা সহ পূর্বের আইন বাতিল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন “নদী ভাংলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির সিরাজগঞ্জ
জেলা শাখার আহবায়ক ও কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দু কাদের, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কবি আলতাব হোসেন, মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শিক্ষক রাশেদুল ইসলাম রোকন, এনামুল হক খোকন, শাহিন আকতার মেরাজ, আব্দুল খালেক খোকা, শেখ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য সাজাহান আলী ফকির, আলী হায়দার প্রমূখ।
জেএন