খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসংক্রান্ত হাইকোর্টের একটি রায়কে অনভিপ্রেত ও নিম্ন পর্যায়ের রায় বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারকের আপিল বেঞ্চ এই মন্তব্য করেন।
নদী রক্ষা করা নিয়ে হাইকোর্টের ওই রায়ে অনেকগুলো দিক অসঙ্গতিপূর্ণ বলেও অসন্তোষ প্রকাশ করে আপিল বিভাগ। এই রায়টি পর্যালোচনা করে আদেশ দেয়ার কথা জানায় আপিল বিভাগ। এছাড়া, কোনো রায়ে হাইকোর্ট সরকারকে কোনো আইন করতে নির্দেশ দিতে পারে না বলেও অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
গত বছর দেয়া রায়ে বলা হয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নদ-নদী দখলের অভিযোগ থাকলে তিনি সবধরনের নির্বাচনে অযোগ্য হবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ব্যাংক থেকে ঋণও পাবেন না। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয় আদালতের রায়ে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের তুরাগ নদের রক্ষা চেয়ে করা এক রিটের রায়ে হাইকোর্ট এসব আদেশ দেয়।
খবর২৪ঘন্টা/নই