খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: তৃতীয়বারের মতো বিয়ে করেছেন সংগীত তারকা হৃদয় খান। এই খবর পুরনো। কারণ গত বছরের ১০ সেপ্টেম্বরই তিনি হুমায়রাকে বিয়ে করেন। তবে নতুন খবর হচ্ছে, সেই স্ত্রীকে এতো দিন ঘরে তোলেননি হৃদয়। গত ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্ত্রী হুমায়রাকে ঘরে তোলেন তিনি।
এদিন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হৃদয়-হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হৃদয় খান ও হুমায়রাকে বেশ আকর্ষণীয় সাজে দেখা গেছে।
বিবাহোত্তর সংবর্ধনার বিষয়টি ভক্তদের সঙ্গে বিনিময় করে একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করেছেন হৃদয় খান। সেখানে তিনি লেখেন, গতকাল আমাদের বিবাহোত্তর সংবর্ধনা ছিলো। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং অন্যান্য সহকর্মী যারা এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুখে থাকতে পারি।
এর আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামের একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। ছয় মাসের আগেই ভেঙে যায় সেই সংসার। এরপর তিনি বিয়ে করেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানাকে। ভালোবেসে বিয়ে করার পরও সেই সংসার টেকেনি আট মাসের বেশি। যার ফলে অনেকেই বলাবলি করছেন, এবারের সংসারটি কতদিন টেকে…!
খবর২৪ঘণ্টা.কম/রখ