1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নতুন বছরে নতুন রেজোলিউশনে অঙ্কুশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

নতুন বছরে নতুন রেজোলিউশনে অঙ্কুশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ছুটি কাটিয়ে ফের মুম্বই ফিরলেন টলি অভিনেতা অঙ্কুশ৷ ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন জিমন্যাস্টিক এবং শরীরচর্চা নিয়ে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়া আপলোড হল তাঁর প্র্যাকটিসের একটি ভিডিও৷

আজ থেকে শুরু হল নায়কের জিমন্যাস্টিকের প্র্যাকটিস৷ সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি আপলোড করে নায়ক লেখেন, “সবে শুরু প্রথমদিন৷ এখনও বাকি ৫০ দিন৷ পেছনে ফিরে তাকানোর কোন প্রশ্নই ওঠে না৷” তাঁর এই ডেডিকেশন দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত তাঁর ফ্যানেরা৷

সম্প্রতি সাংবাদিকদের তিনি জানান, “আমি নিজেকে কোন কিছুতে বেঁধে রাখতে চাই না৷ সবরকম সিনেমা করতে চাই৷ একজন অভিনেতা হিসাবে আমার সবটা উজার করতে চাই৷ যখন কেউ ৩ ঘন্টা ধরে সিনেমা দেখবেন তখন নিশ্চয় শুধু গল্পটা দেখবে না, চরিত্রগুলোও দেখবে৷ এখন আমার এতটা খাটার কারন হল ভিন্নস্বাদের ছবির নিজেকে গড়ে পিটে নেওয়া৷”

বোঝাই যাচ্ছে অভিনেতা শুধু হার্ডকোর কমার্শিয়াল সিনেমাতে নিজেকে আটকে রাখতে চান না৷ অন্যধারার ছবি করতেও বেশ ইচ্ছুক৷ যদিও নায়ক কিন্তু আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ডি ফর ড্যান্স’ নিয়ে৷ তার জন্যই নিজেকে নিয়ে কসরত করছেন এই টলি হার্টথ্রব৷

মুভিতে অঙ্কুশকে প্রথমবার কোরিওগ্রাফ করতে চলেছেন বিখ্যাত ড্যান্সার সলমন ইউসুফ খান৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই৷ শ্যুটিং শুরু হতে আর কয়েকদিন বাকি৷ তবে সিনেমার কাজ শেষ হয়ে গেলেও এই ট্রেনিং চালু রাখতে চান অভিনেতা৷

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST