1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নতুন বছরে নতুন বই,শিশুদের উচ্ছ্বাস-মেয়র কালাম - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

নতুন বছরে নতুন বই,শিশুদের উচ্ছ্বাস-মেয়র কালাম

  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

বছরের প্রথম দিনই রাজশাহীর স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিশুরা। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার উৎসব করেই বই হাতে পেলেন শিক্ষার্থীরা।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাহেরপুর হাইস্কুলে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ স্কুলের বিভিন্ন শ্রেণির প্রথম থেকে তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে এক সেট করে নতুন পাঠ্যবই তুলে দেন। ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীকে হাতে হাতে নতুন বই দেওয়া হয়।

উক্ত বই বিতরণী অনুষ্ঠানে মেয়র বলেন,
‘২০১২ সালে দেশ বর্তমানের মতো এতো উন্নয়ন ছিল না। সেই সময়ে সারাদেশে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সাহসী পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সারাদেশে ৪ কোটি ৯ লাখ শিক্ষার্থীদের হাতে প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে তুলে দিচ্ছে।

আমি মনে করি, এটি নাগরিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর বিনিয়োগ। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে আজকের শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে।

নতুন বই হাতে পেয়ে তাহেরপুর হাই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে, ‘অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। ক্লাস থ্রী থেকে আমি ফোর এ উঠেছি। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগছে। প্রথমে একটা বই হাতে পেয়েই সব পাতা উল্টে দেখে ফেলেছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৩ লাখ ৩১ হাজার ১৮০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে স্কুলপর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ৯৬০ জন, ইবতেদায়ির বিভিন্ন শ্রেণিতে ৪৮ হাজার ৮৭০ জন, কারিগরি স্কুলপর্যায়ে ১৪ হাজার ৪০ জন এবং মাধ্যমিকের ইংরেজি ভার্সনে ৮৪০ jজন শিক্ষার্থী রয়েছে। এদের জন্য মোট ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি বইয়ের চাহিদা রয়েছে। প্রথম দিন শিক্ষার্থীরা সব বই না পেলেও দ্রুত তারা সব বই পেয়ে যাবেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST