এই সময়ের জনপ্রিয় অভিনেতা তানভীর মাসুদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক- স্বপ্নের রানী’র যাত্রা শুরু হয়েছে এটিএন বাংলায়।
নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ, রচনা করেছেন রিজওয়ান খান। স্বপ্নের রানী” নাটকের টাইটেল গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।
উল্লখ্য, গতকালই নাটকটির প্রথম পর্ব প্রচার হয়েছে। নাটকটি সপ্তাহের প্রতি রবিবার ও সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে নিয়মিতভাবে এটিএন বাংলায় প্রচার হবে৷ স্বপ্নের রানী’ নাটকে তানভীর মাসুদ এর চরিত্রের নাম বাদল। এলাকার উপকারী মানুষ হিসেবে বেশ পরিচিত। মানুষের উপকারে ছুটে চলে সে। গল্পের এগিয়ে গেলে দেখা যাবে অভিনেত্রী এমিলি হকের সাথে তার মনে মনে ভাললাগা, ভালবাসা শুরু হবে। তারপর কাহিনী নানাদিকে মোড় নেবে।
তানভীর মাসুদ বলেন- বড়ভাই কায়সার আহমেদ এর পরিচালনায় স্বপ্নের রানী’ নাটকে আমার এই চরিত্রটি বেশ পছন্দ হয়েছে৷ টিভি দর্শকরাও নাটকটি দেখে বেশ বিনোদিত হবে। সবাই মিলে উপভোগ করার মতো চমৎকার একটি নাটক স্বপ্নের রানী।
বিএ/