খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: চলমান শুদ্ধি অভিযান সারা দেশে চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে ফেনীতে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নজরদারিতে রয়েছেন। যার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলবে তার বিরুদ্ধেই নেয়া হবে ব্যবস্থা।
তিনি জানান, নুসরাত হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন। সেখানে আওয়ামী লীগের দুই নেতাও মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বিকেলে জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলেন যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
খবর ২৪ঘণ্টা/ জেএন