নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি উপলক্ষে নগরীর বিশিষ্টজনদের সাথে উদযাপন কমিটির মতবিনিময় অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও উদযাপন কমিটির আহবায়ক ড. নূর জাহান, যুগ্ম আহবায়ক প্রবীণ আইনজীবী অঙ্কুর সেন। সভায় রেজিষ্ট্রশন কাজে গতি আনার উদযাপন কমিটির পক্ষে যুগ্ম আহবায়ক আইনজীবী অঙ্কুর সেন, স্কুলের প্রাক্তম ছাত্র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে একটি কম্পিউটার দাবী করলে তিনি দ্রুত সময়ের মধ্যে তা দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রাক্তম ছাত্র হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটন ১৯০ বছর পূতি অনুষ্ঠানে যোগদানের জন্য নাম রেজিষ্ট্রেশন করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।