খবর২৪ঘণ্টা ডেস্ক: নকল ওয়েবসাইট তৈরির আরো দুই কারিগরকে আটক করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান। আজ সকাল ১১টায় কাওরানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। র্যাব জানায়, আটকৃতরা হলো- কুমিল্লার বরুড়া থানার মো. মোহাম্মদ আলীর ছেলে মো. কামাল হোসেন ওরফে জি এম কামাল ও গাজিপুরের মধ্য আরিচাপুরের মো. আবদুল খালেকের ছেলে মো. আল আমিন।
তারা দুজনই জাতীয় দৈনিক পত্রিকা নকল করার সঙ্গে জড়িত। এর আগে একই অভিযোগে গত শনিবার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে গ্রেপ্তার করে র্যাব।
খবর২৪ঘণ্টা, জেএন