আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ১০ বছরের জেলের সাজা ঘোষণা করল পাকিস্তানের আদালত। একই সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ শরিফেরও সাত বছরের জেলের সাজা ঘোষণা করা হয়েছে। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট থাকায় দুর্নীতির অভিযোগ উঠেছিল নওয়াজ শরিফের বিরুদ্ধে।
শুক্রবার পাকিস্তানের আদালতে নওয়াজ শরিফের এই মামলার শুনানি ছিল। আর সেখানেই সাজা ঘোষণা করা হয়েছে। এর আগে লন্ডনে তাঁর স্ত্রী’র চিকিৎসা চলায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নওয়াজ শরিফ। কিন্তু সেই আর্জি ধোপে টেকেনি।
আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদে আগামী ২৫ জুলাই পাকিস্তানের নির্বাচন। তার আগেই এই রায় স্বাভাবিকভাবেই চাপে ফেলে দিল নওয়াজ শরিফের দলকে।পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন