নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক নেতা রফিকুল ইসলাম বকুল গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বায়াবাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বকুলকে বায়াবাজারে তার কিটনাশকের দোকান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বকুলকে নগরীর কাটাখালী থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালি থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, গোয়েন্দা পুলিশ জামায়াত নেতা বকুলকে কাটাখালি থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করে। পরে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে