মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আফসানা (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ছাতুনতলী-পুঙ্গী খারির ব্রিজ সড়কের জয়পুর সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা চাঁন্দাশ গ্রামের ফরিদুলের স্ত্রী। পুলিশ জানায়, আফসানা ও তার স্বামী ফরিদুল মোটরসাইকেলযোগে চাঁন্দাশ মোড় থেকে বেলকুড়ি যাচ্ছিলেন। পথে জয়পুর সরদারপাড়া এলাকায় একটি ইঁট বোঝায় ট্রলিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আফসানা মারা যান। এ সময় তার স্বামী ফরিদুলসহ দু’জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফরিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল।
খবর২৪ঘন্টা/নই