নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মাটির দেয়ালের নীচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নানাইচ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জেনায়েদ হাসান (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমদ সরদার (৪০) তার পুরনো মাটির ঘর থেকে নতুন পাকা ভবনে স্থানান্তর হওয়ার জন্য আসবারপত্র সরানোর কাজ করছিলেন। এ সময় তার ছেলে মো. জোনায়েদ হাসান মাটির দেয়ালের পাশে খেলা করছিল। হঠাৎ মাটির দেয়াল ভেঙ্গে তার উপড়ে পড়লে ঘটনাস্থলে জোনায়েদের মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাসান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ঐ রাতেই শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।