নিজস্ব প্রতিবেদক: নওগাঁ সদর থানাধীন জেল মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও একটি পিকআপ জব্দ করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা গ্রামের ডাক্তার রত্তশনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার
মন্দভাগ গ্রামের মৃত নিলমীয়ার ছেলে আমির হোসেন (৩৯)। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নত্তগাঁ জেলার সদর থানাধীন জেল মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বপন মিয়া ও আমির হোসেনকে ২৬ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে নত্তগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।